বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে মামলা ও এর পরের ঘটনাপ্রবাহে আইনের কোনও ব্যত্যয় ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটিকে লিখিত বক্তব্য দিয়েছেন সালমন। মঙ্গলবার (১ আগস্ট) কমিটির সামনে হাজির হয়ে তিনি ৬ পাতার লিখিত বক্তব্য জমা দিয়েছেন।

কমিটির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, ‘আমি আমার কথাগুলো স্যারদের জানিয়েছি। ৬ পাতার একটি লিখিত বক্তব্য জমা দেওয়ার পর তারা কিছু প্রশ্ন করেছেন, সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করেছি।’

সালমনের সঙ্গে কথা বলা শেষে কমিটির প্রধান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বজলুর করিম চৌধুরী বলেন, ‘আমাদের ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। আমরা সবগুলো দিক খতিয়ে দেখছি।’

গত ২৪ জুলাই মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেছিলেন, ‘গত ২২ জুলাই পাঁচ সদস্যর এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’ কমিটির কাজ কী হবে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইউএনও’র বিষয়ে কোনও ক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে কিনা, আইনের অপব্যবহার বা আইনের বাইরে কিছু হয়েছে কিনা সেগুলো দেখবেন তারা ।’