হিজলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

হিজলা প্রতিনিধি:: বরিশালের হিজলা উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছ পুলিশ। জানা যায়, উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামে ২০০৭ সালে একটি হত্যাকাণ্ড হয়। সেই মামলার আসামি দীর্ঘদিন আত্মগোপনে পালিয়ে ছিল।

গতকাল শুক্রবার রাত ১০টার সময় হিজলা থানা পুলিশের এ এসআই মিজানুর রহমান এবং নাসির উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জের মীরেরবাগ থেকে আটক করা হয়।

আটক গিয়াস উদ্দিন বেপারী (৩৮) বাহেরচর গ্রামের মৃত মজিবুল বেপারীর পুত্র।

থানা সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন বেপারী তার ভাইকে নিয়ে নদীতে মাছ শিকারে যায়। তখন ছোট ভাইকে ঝগড়া বিবাদে একপর্যায়ে মেরে নদীতে ফেলে দেয়। এ ঘটনায় বড় ভাই জিয়াউদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় গিয়াস উদ্দিনের যাবজ্জীবন সাজা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইউনুস মিয়া জানাযন, দীর্ঘদিন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গিয়াস উদ্দিন বেপারীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। আটক আসামি কে জেলহাজতে প্রেরণ করা হবে।’