বরিশালে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্য সংগ্রহে ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে পরিবেশ সচেতনতায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নদী বন্দর এলাকায় পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। এতে প্রাণ-আরএফএল গ্রুপের বরিশাল বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল গ্রুপের মিস্টার নুডুলসের বরিশাল বিভাগের সেলস ম্যানেজার রাকিবুল হাসান বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন, প্লাস্টিক পণ্যের বর্জ্যগুলো লঞ্চঘাটের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে এক জায়গায় জমা করেছি। যাতে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব না পড়ে। আমরা চাই আগামী প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে।

প্রাণ-আরএফএল গ্রুপের এইচ আর এডমিন লিটন কুমার ঘোষাল বলেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিবেশের যে ইকো সিস্টেম তার ওপর ব্যাপক প্রভাব ফেলে। সে জন্য আমরা পরিবেশের ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করেছি। সারা দেশে একযোগে আজ এ ক্যাম্পেইন শুরু করেছি।