বরিশালের আগৈলঝাড়ায় চিহ্নিত মাদকসেবীর মাদক সেবনে বাধা দেয়ায় স্কুলছাত্রকে পিটিয়ে হাত ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই ছাত্রকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খোঁজখবর নিয়ে জানা গেছে, সোমবার উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মোস্তাক হাওলাদারের ছেলে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী মহসিন হাওলাদার কালুপাড়া গ্রামের আকুবালী খানের ছেলে চিহ্নিত মাদকসেবী বাচ্চু খানের মাদক সেবনের সময় প্রতিবাদ করায় পরীক্ষার্থী মহসিনকে পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখে।

সোমবার ইংরেজী ২য় পত্র পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মনসা বাড়ি ব্রিজ সংলগ্ন স্থানে আগে থেকেই ওৎ পেতে ছিল মাদকসেবী বাচ্চু। মহসিনকে লাঠি দিয়ে পিটিয়ে তার একটি হাত ভেঙে ফেলে মাদকসেবী বাচ্চু।

এসময় স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।”