প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের অপরাধে বরিশালে ২৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে তাদের সোমবার সন্ধ্যায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার (০৯ অক্টোবর) দিনভর মৎস্য অধিদফতর, কোস্টগার্ড ও নৌ-পুলিশের যৌথ অভিযানে আটক আটক করা হয়।

একই সাথে অভিযানে ২০০ কেজি ইলিশ ও ৭৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছিল।

বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বরিশালটাইমসকে জানান, অভিযানে আটকদের ১৫ দিন থেকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’