নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বৃন্দাবনে রাধার সাথে রঙের খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। অষ্ট সখির মধ্য দিয়ে সেই কাহিনি ছড়িয়ে দেয়া হচ্ছে ভক্তদের মাঝে। আর সেই স্মৃতি মনে করে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসবে মেতে ওঠে।সোমবার সকাল থেকে বরিশাল নগরীর বিএম কলেজ ও শংকর মঠসহ বিভিন্ন মন্দিরে দোল উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা।

আবিরে আবিরে ছেড়ে যাওয়া চারপাশ জানান দেয় বাঙালির উৎসব প্রিয়তার। রঙ দিছিয়ে আবির খেলে তাইতো বাঁধভাঙা উৎসবে মেতে ওঠেন সবাই। সনাতন ধর্মাবলম্বীরা জানান, দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন।

সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। ছাড়াও বিভিন্ন মঠ মন্দির পাড়া মহল্লায় দোল উৎসব হয় আনন্দ মুখর পরিবেশে।