নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: টর্নেডোতে পিরোজপুরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওজোপাডিকো এলাকায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ ২৬ ঘণ্টা পর আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় স্বাভাবিক হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মো: খালেদুর রহমান।

পিরোজপুরের ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের একটি সূত্র জানায়, রোববার সকাল ১০টায় টর্নেডোর আঘাতে ওজোপাডিকো এলাকার ৫৮টি বৈদ্যুতিক খুঁটির ওপরে বিশাল বিশাল গাছ উপরে পড়ে মাটিতে মিশিয়ে দেয়। কোনো কোনো খুঁটি মাঝখান থেকে ভেঙে যায়। বিভিন্ন এলাকার বৈদ্যুতিক লাইনের ওপরও গাছের ডাল ও গাছ পড়ে তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এছাড়া পিরোজপুর-বাগেরহাট সঞ্চালন লাইনের আটটি খাম্বা শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়। নির্বাহী প্রকৌশলী মো: খালেদুর রহমান জানান, বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তা লাইনম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় দিনরাত কাজ করে পিরোজপুর শহরে এবং শহরতলী এলাকায় বিদ্যুৎ সরবরাহ আজ দুপুর সাড়ে ১২টায় পুনঃসরবরাহ করা সম্ভব হয়েছে।

সূত্র : বাসস