নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ক্লাস ফাঁকি দিয়ে স্কুলের গেট টপকে পালিয়ে যাচ্ছিল এক ছাত্র। তবে শেষ পর্যন্ত সফল হতে পারেনি। গেট টপকাতে গিয়ে হাতে গেঁথে গেছে রড। পরে সহপাঠী ও শিক্ষকরা চেষ্টা করেও রড থেকে হাত ছাড়াতে পারছিল না।

হাত থেকে ঝরছিল রক্ত। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বুধবার (১৭ এপ্রিল) বিকালে বরিশাল জিলা স্কুলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানভীরুল ইসলাম নগরীর এস হোসেন গলির বাসিন্দা তারিকুল ইসলামের ছেলে।

বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন সাংবাদিকদের বলেন, তানভীরুলের হাতের মধ্যে রড ঢুকে গিয়েছিল। আহত শিক্ষার্থীসহ অন্যান্যরা মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত সভায় অংশগ্রহণ করেছে। পরে ছুটি ঘোষণা হলে তানভীরুল বাড়ি ফেরার জন্য পিছনের গেট টপকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা সামনের গেট দিয়ে স্কুলত্যাগ করলেও তানভীরুল কেন পিছনের গেট দিয়ে যাওয়ার চেষ্টা করল তা জানতে পারিনি। হয়তো সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে এমন কাজ করতে পারে।

বরিশাল ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার সাংবাদিকদের বলেন, তানভীর দুপুর দেড়টার দিকে জিলা স্কুলের পেছনের গেট টপকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় হাত পিছলে পড়ে দেয়ালে থাকা রড হাতের ভেতর গেঁথে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রড কেটে শিশুর হাত বের করে। পরে ওই ছাত্রকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।