বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩ ছাত্রকে বেদম মারধর করেছে একই স্কুলের দশম শ্রেণিরা ছাত্ররা। সোমবার সংঘর্ষে আহতদের মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছে- নবম শ্রেণির ছাত্র ও উপজেলার কান্ডপাশা গ্রামের বাসিন্দা আলামিন মৃধা, হৃদয় সিকদার এবং সায়েম সরদার।

আহত সায়েম সাংবাদিকদের জানান- সোমবার দশম শ্রেণির ছাত্র নবীন সরদারকে স্কুল ক্যাম্পাসে তুই বলে সম্বোধন করে আলামিন ও হৃদয়। এ ঘটনাকে কেন্দ্র করে বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নবীন ও খায়রুল তাদের পথরোধ করে মারধর করে।

আলামিন ও হৃদয়ও পাল্টা হামলা চালায়। কিছুক্ষণ পর নবীন, খায়রুল ও মনিরসহ ১০-১২ জন লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় আলামিন ও হৃদয়কে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের সংঘর্ষের কোন খবর তিনি জানেন না। তবে লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”