রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন মারা গেছেন। আজ মঙ্গলবার পটুয়াখালীর বাউফলে গ্রামের বাড়িতে তার দাফন করা হবে।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে রাজীবের মেজ খালা লিপি আকতার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের রাজীব আর নেই। আজ সকালে তার মরদেহ গ্রামের বাড়ি বাউফল নিয়ে যাওয়া হবে।’

এদিকে রাজীবের মৃত্যুতে শোক জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন। আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে তারা।

গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে পান্থকুঞ্জ পার্কের সামনে বিআরটিসি বাসের সঙ্গে স্বজন পরিবহনের একটি বাসের রেষারেষিতে বাস দুটির চিপায় পড়ে রাজীবের ডান হাত। পরে হাতটিই বিচ্ছিন্ন হয়ে যায় রাজীবের। পরে তাকে তাৎক্ষণিক নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হলেও পরদিন ঢামেকে নিয়ে আসা হয়। সেখানে সরকারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।