বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভি’ বরগুনা প্রতিনিধি ইমরান হোসেনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (০৭ মে) রাত সাড়ে ১১টার দিকে বরগুনার টাউন হল ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সাংবাদিক ইমরান হোসেন জানান, অফিসের কাজ সেরে গতকাল রাত সাড়ে ১১টার দিকে একাত্তর টিভির বরগুনা অফিস থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দুটি ছেলে তাকে জরুরি কথা আছে বলে ব্রিজের ওপরে নিয়ে যায়।

সেখানে ওঁৎ পেতে থাকা আরও চার সহযোগী মিলে তাকে বেধরক মারধর করে। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

এ বিষয়ে বরগুনা সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান বরিশালটাইমসকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দিকে সাংবাদিক ইমরান হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় দোষীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বরগুনার সাংবাদিক নেতৃবৃন্দ।’