সাবেক মার্কিন নভোচারী অ্যালান বিন আর নেই। চাঁদের মাটিতে পা রাখা চতুর্থ ব্যক্তি তিনি। তিনি শুধু নভোচারীই ছিলেন একজন সফল চিত্রশিল্পীও ছিলেন। অ্যাপোলো-১২ এর এই নভোচারী ১৯৬৯ সালে চাঁদের মাটিতে পা রাখেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। টেক্সাসের নিজ বাড়িতে গতকাল শনিবার তিনি মারা যান।

তাঁর পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

জীবনের একটি পর্যায়ে পুরোপুরি চিত্রকলায় মনোনিবেশ করেন অ্যালান বিন। তিনি মহাকাশকে উপজিব্য করে বেশকিছু চিত্রকর্ম(পেন্টিংস) সৃষ্টি করেন।

অ্যালানের পরিবার জানিয়েছে, ইন্ডিয়ানায় দুই সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। শনিবার হাউস্টনের একটি হাসপাতালে মারা যান তিনি।

অ্যালান বিনের মৃত্যুতে শোক প্রকাশ করে নভোচারী মাইক বলেন, আমার দেখা বিরলপ্রজ একজন মানুষ ছিলেন অ্যালান। তিনি কেবল সফল নভোচারীই নন একজন সার্থক শিল্পীও ছিলেন।