মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দক্ষিণ কোরিয়ার নেতা কিম জং উনের পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হলো গতকাল মঙ্গলবার। এ সময় ট্রাম্প-কিমের বৈঠক ও অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্যস্ততার সীমা ছিল না। আর তারই এক পর্যায়ে ট্রাম্প কিমকে গণমাধ্যমের পরিচয় জানান তার মতো করে।

উত্তর কোরিয়ায় শুধু রাষ্ট্রীয় গণমাধ্যম ছাড়া অন্য সবকিছু নিষিদ্ধ। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তা যথেষ্ট আলাদা। মার্কিন যুক্তরাষ্ট্রে অধিকাংশ ক্ষেত্রেই গণমাধ্যম স্বাধীন। আর তারা সর্বদাই মার্কিন প্রেসিডেন্টের পেছনে লেগে থাকে। প্রেসিডেন্টের নানা স্ক্যান্ডাল নিয়ে আলোচনাতেও মার্কিন গণমাধ্যমের কোনো ক্লান্তি নেই।

ট্রাম্প যখন কিমকে গণমাধ্যম দেখিয়ে মন্তব্য করেন, তখন সেই বিষয়টিই যেন উঠে এসেছে।

সম্মেলনস্থলে ব্যস্ত সাংবাদিকদের দেখিয়ে কিমকে ট্রাম্প বলেন, ‘গণমাধ্যম, তারা কখনো থামে না।’

এরপর তা অনুবাদ করে কিমকে শোনানো হয়। কিম অবশ্য বলেন, ‘এখানে আসা সহজ ছিল না।’

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কিমের গণমাধ্যম নিয়ে আরো কিছু কথাবার্তার কথা জানিয়েছেন সিএনএন রিপোর্টার জিম অ্যাকোস্টা।

এরপর মিটিংয়ের এক পর্যায়ে ট্রাম্প কিমকে বলেছিলেন, ‘আমি তোমাকে বলব তারা যখন তারা (গণমাধ্যম) বাইরে যাবে।’

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ট্রাম্প-কিমের বৈঠকে সারা বিশ্বেরই নজর ছিল। এ সময় সেখানে আড়াই হাজারেরও বেশি বিদেশিকে আমন্ত্রণ জানানো হয়। তাদের মধ্যে অনেকেই ছিলেন সাংবাদিক।ৃ