কালে কালে হাওয়া বয় খুশিরই সুবাসে,
তালে তালে নৃত্যতে ভুলে হায় মনা-সে।
গানে গানে সুর বাঁজে ভেদাভেদ ভাঙাতে,
আরে আজি এলোরে নতুনেই রাঙাতে।

বুকে বুকে হারাতে কোলাকুলির আমেজে,
সুখি-দুঃখি একাকার সাম্যতারই নামাজে।
মাঠে মাঠে ভেসে যায় একতারই জয়োগান,
দলে দলে আহারে কি যে খুশির আগুয়ান।

ফুলে ফুলে তৃপ্ততায় ভো’-শুলেরই বিচরণ,
মধু লোভা পাপেরই পাপী রয় সারাক্ষণ।
নীলে নীলে হানাহানি তবু মনে খুশি গো,
বীণে বীণে বেসুরাতে তাল বাঁজে তবু গো।

পাল তুলে পানসীতে মাঝি চলে উজানে,
ভাটি গানে মন কারে সুজন কিবা কুজনে।
মেঘে মেঘে বেলা তবু স্বপ্নালো দু’ নয়ন,
দোলা দেয় সবুজেতে খুশির ওই বাতায়ন।