আজ রবিবার থেকে সৌদি আরবে নতুন আইন কার্যকর হচ্ছে। এই আইন অনুযায়ী সৌদি নারীরা গাড়ি চালাতে পারবেন। আজ থেকে নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। উল্লেখ্য, সৌদি আরবই ছিল বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীরা গাড়ি চালাতে পারতেন না।

সৌদি আরবে গত বছরের সেপ্টেম্বরে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। চলতি মাসের শুরু থেকেই নারীদের লাইসেন্স দেওয়া শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ থেকে হাজার হাজার নারী সৌদির রাস্তায় গাড়ি চালাতে নামবেন। এ বিষয়ে সৌদি টিভি উপস্থাপক সাবিকা আল-দোসারি বলেন, ‘প্রত্যেক সৌদি নারীর জন্য এটি ঐতিহাসিক মুহূর্ত।’

এদিকে, সৌদির মানবাধিকারকর্মীরা বলছেন, গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কিন্তু এরপরও নারীদের আটকে রাখার বিষয়টি লজ্জাজনক ও হৃদয়বিদারক।