এক মাস ২৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে অ্যাসিড সন্ত্রাসের শিকার স্কুলছাত্রী তানজিনা আক্তার মালা। হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অবশেষে তাকে মৃত্যু কাছেই পরাজিত হতে হয়েছে।

গা শিউরে উঠার মত এ ঘটনা ভোলা সদরের খাসিয়া গ্রামের। প্রেম ঘঠিত কারেন তাকে এসিড ছুড়ে প্রেমিক অপু।

পুলিশ জানিয়েছে- অ্যাসিড সন্ত্রাসের শিকার মালা শনিবার (৭ জুলাই) রাত ১১টার দিকে ঢাকার মহম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে প্রেমঘটিত কারণে গত ১৪ মে রাতে তাকে এসিড ছোড়ে প্রেমিক মহব্বত হোসেন অপু।

ঘটনার ১১দিন পর ২৬ মে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের কাছে সে অ্যাসিড সন্ত্রাসের দায় স্বীকার করেছে। এ ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বরিশালটাইমসকে জানান, ঢাকার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাসিড আক্রান্ত স্কুলছাত্রী মালা মারা গেছে।’’

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর আলী বরিশালটাইমসকে জানান, ঢাকায় ময়নাতদন্তের পর লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তিনি বলেন- ঘটনার সাথে জড়িত আসামীকে ঘটনার কয়েকদিন পরেই পুলিশ গ্রেপ্তার করে এবং অ্যাসিড সন্ত্রাসের কথা সে স্বীকার করেছে। মামলার ধারা অনুযায়ী আসামীর যাবজ্জীবন বা মৃত্যুদন্ড হতে পারে।

ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়ের খাসয়া গ্রামের মালার সাথে পার্শ্ববর্তী ইউনিয়নের অপুর প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমঘটিত কারণে রাতের আধারে জানালা দিয়ে তাকে এসিড ছোড়ে অপু।

মালা এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় অপু অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলো।’