জাপানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১২৬ জনে দাঁড়িয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।

তিন দশকেরও বেশি সময় পরে জাপানে প্রাকৃতিক দূর্যোগে এমন বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। জাপানি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

জীবিতদের উদ্ধারে এখনো অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

ইতিমধ্যে ২০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধার অভিযানে কাজ করছেন কয়েক হাজার পুলিশ, সেনা ও দমকলকর্মী।

জানা গেছে, নিহতদের অনেকেই স্থানীয় প্রশাসনের সতর্কতা মেনে নিরাপদ স্থানে আশ্রয় না নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। এ কারণে ভূমিধস ও বন্যায় তাদের মৃত্যু হয়।