সম্প্রতি বিশ্বব্যাপী সাড়া ফেলেছে থাইল্যান্ডের থাম লুয়াং গুহা। এই সেই গুহা যেখানে ১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচ আটকা পড়েছিল।এ ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। গুহাটিকে জাদুঘরে পরিণত করা হবে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, থাম লুয়াং গুহাটিকে জাদুঘরে রূপ দেওয়া হবে। উদ্ধার তৎপরতার অপ্রকাশিত দৃশ্যগুলো এই জাদুঘরে প্রদর্শন করা হবে।

এটি থাইল্যান্ডের সবচেয়ে আকষর্ণীয় পর্যটন স্থানে পরিণত হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

এদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে দুটি প্রযোজনা সংস্থা চলচ্চিত্র বানাতে উদ্যোগী হয়েছে। মার্কিন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান পিওর ফ্লিক্স উদ্ধার তৎপরতার শুরু থেকেই সেখানে অবস্থান করছে।