ইন্টারনেটের যে অংশটি আমরা দেখতে পাই, তার বাইরে রয়েছে বিপুল এলাকা। ডার্ক ওয়েব নামে পরিচিত সে এলাকায় বিক্রির জন্য তোলা হয়েছে মার্কিন সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য। টাকা দিলেই সে অর্থ পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে সেখানে।

মার্কিন সামরিক বাহিনীর যেসব তথ্য বিক্রির জন্য হ্যাকাররা তুলেছেন তার মধ্যে রয়েছে ড্রোন নিয়ে স্পর্শকাতর তথ্য। আর বিদ্রোহীদের ঠেকানোর কৌশল নিয়ে বানানো ম্যানুয়ালও পাওয়া যাবে বলে জানিয়েছে বিক্রেতারা।

এসব তথ্য মার্কিন বিমান বাহিনীর এক ক্যাপ্টেনের কম্পিউটার থেকে বেহাত হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ফাইলগুলো যারা হাতিয়ে নিয়েছে তাদেরকে এখনো ধরতে বা শনাক্ত করতে পারেনি মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থা। তবে তাদের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।