এটা শুধু অপেক্ষা ছিল। কেননা, ভারতখ্যাত সব ট্রেড অ্যানালিস্টই একবাক্যে স্বীকার করেছিলেন যে, ৩০০ কোটি রুপির বেশি আয় করে এই বছরের অন্যতম ব্লকবাস্টার হবে রাজকুমার হিরানি পরিচালিত রণবীর কাপুর অভিনীত সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’।

তেমনইটাই হলো, মুক্তির ১৬তম দিনে ৩০০ কোটির আয়ের সেই মাইলফলক স্পর্শ করল ‘সঞ্জু’।

এটি এ বছরের দ্বিতীয় ছবি যা ৩০০ কোটি আয় করল। এর আগে সঞ্জয় লীলা বনসালির ম্যাগনাম ওপাস ‘পদ্মাবত’ ৩০০ কোটির বেশি লাইফটাইম ব্যবসা করে।

এর আগে ৩০০ কোটি রুপি আয় করা ছবিগুলো হলো পিকে (২০১৪), বজরঙ্গি ভাইজান (২০১৫), সুলতান (২০১৬), টাইগার জিন্দা হ্যায় (২০১৭) আর পদ্মাবত (২০১৮)। আর ৫০০ কোটি আয়ের রেকর্ড আছে শুধু একটি ছবির, সেটি হলো ‘বাহুবলী’।

ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ আজ এক ট্যুইটার ঘোষণার মাধ্যমে ‘সঞ্জু’র ৩০০ কোটি আয়ের বিষয়টি নিশ্চিত করেন। এখন দেখার বিষয় ছবিটি অন্যতম ব্লকবাস্টার বজরঙ্গি ভাইজান, পিকে আর টাইগার জিন্দা হ্যায় এর লাইফটাইম আয়কে ছাড়িয়ে যেতে পারে কি-না।