সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই এলাকার জাপান প্রবাসী কামাল আহমদের কলোনির বাথরুম থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছেন, গোপালগঞ্জের মোকসেদপুর এলাকার হাসান মুন্সীর স্ত্রী জনি বেগম (৩৮), তার মেয়ে মীম (১৫) ও তাকসিন (১৩)।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, কামাল আহমদের কলোনির বাসিন্দা এরশাদ মিয়ার পরিচিত হিসেবে তারা গত ৭-৮ দিন আগে ওই কলোনিতে আসেন।

গত ২৮ জুলাই জনির স্বামী হাসান মুন্সী তার স্ত্রী ও মেয়ে বেড়াতে গেছেন বলে তালবদ্ধ ঘরের চাবিটি কেয়ারটেকারের কাছে দিয়ে চলে যায়।সোমবার ওই ঘর থেকে দূর্গন্ধ বের হলে প্রতিবেশিরা পুলিশে জানায়।

পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লাশের চোখে ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে। পুলিশের ধারণা হাসান মুন্সী তার স্ত্রী ও মেয়েদের হত্যা করে পালিয়েছেন।

তাকে গ্রেপ্তারের পর এ ঘটনার মূল রহস্য উদঘাটন করা যাবে বলে জানিয়েছে ওসি।