সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ভাবমূর্তি ক্ষুণ্ন, সাধারণ নেতাকর্মীদের বিভ্রান্ত, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সংগঠনবিরোধী কার্যকলাপের একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনের ৪ সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি সংগঠনটির পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী বৈঠকে বহিষ্কারের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা কমিটির সভাপতি আবুল হোসেন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. কামাল হোসেন, ঢাকা জেলা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিক আল মামুন। এদের বহিষ্কার আদেশ গত ২৫ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও বহিষ্কৃতদের সঙ্গে মফস্বল সাংবাদিক ফোরামের নেতাকর্মীদের তাদের প্রদত্ত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।