এশিয়ান গেমস সামনে রেখে ছোটখাট অপরাধীদের ধরতে ইন্দোনেশিয়ার পুলিশের অভিযানে বেশ ক’জন নিহত হয়েছেন। এ অভিযানকে অযৌক্তিক ও অতিরিক্ত বলে আখ্যায়িত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পর্যবেক্ষণ করে সংস্থাটি বলছে, ৩১টি নিহতের ঘটনার সঙ্গে সরাসরি এশিয়ান গেমসের সম্পৃক্ততা রয়েছে। শনিবার থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস।

অ্যামনেস্টি বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পুরো ইন্দোনেশিয়াতে পুলিশের গুলিতে নিহত হয়েছে ছোটখাট ৭৭ অপরাধী; ২০১৭ সালের একই সময়ের তুলনায় যা ৬৪ শতাংশ বেশি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ার নির্বাহী পরিচালক উসমান হামিদ বলছেন, আন্তর্জাতিক একটা ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন কখনও মানবাধিকার বিসর্জন দিয়ে হতে পারে না। এ হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিৎ এবং প্রত্যোকটি ঘটনার তদন্ত হওয়া উচিৎ।

শনিবার থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে ১২ হাজারের মতো অ্যাথলেট অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ২ সেপ্টেম্বর শেষ হবে এ প্রতিযোগিতা। পুরো আয়োজনে নিরাপত্তা নিশ্চিতে ১ লাখ পুলিশ সদস্য মোতায়েন থাকবে।