এশিয়ান গেমস কাবাডির প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ নারী ও পুরুষ দুই দলই। রোববার নিজেদের ব্রোঞ্জ শিরোপা ধরে রাখার মিশনে চাইনিজ চাইপের কাছে ৪৩-২৮ ব্যবধানে হেরেছিল নারী দল। আর অনুমিতভাবেই ভারতের কাছে ৫০-২১ ব্যবধানে ধরাশায়ী হয়েছিল পুরুষ দল।

শিরোপা ধরে রাখতে সোমবার ইরানের বিপক্ষে জিততেই হতো নারী দলকে। কিন্তু পারেনি আব্দুল জলিলের। উল্টো ম্যাচের মধ্যে খেই হারিয়ে ৪৭-১৯ ব্যবধানে নাস্তানাবুদ হয়ে শিরোপা সম্ভাবনা শেষ হয়ে গেছে নারী কাবাডি দলের।

অন্যদিকে সোমবার জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩৪-২২ ব্যবধানে জিতেছে তারা। গ্রুপে কাবাডি দলের পরের দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কা।