পিরোজপুরে মঠবাড়িয়ায় আন্তঃস্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে মারধরের ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীকে আসামি করে মামলা নেয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা থানার ওসি মো. গোলাম ছরোয়ারের অপসারণ দাবি তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা উপজেলা সদরে এসে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ হাওলাদার, জি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, এন.সি তমেজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ও সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী কামরুল ইসলাম প্রমুখ।

বক্তারা শিক্ষক ও শিক্ষার্থীদের নামে মামলা গ্রহণের নিন্দা জানিয়ে ওসির অপসারণ ও মামলা প্রত্যাহারের দাবি জানায়।

এর আগে গত ৭ সেপ্টেম্বর উপজেলার শহীদ মোস্তফা খেলার মাঠে খেলা কমিটির সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানা পুলিশের উপস্থিতিতে সাপলেজা মডেল স্কুল বনাম গুলিশাখালী জি.কে. ইউনিয়ন মাধমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত খেলা নিয়ে উভয় দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছয়জন শিক্ষার্থী খেলোয়াড় আহত হয়।

এ ঘটনায় জি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জামাল হোসেন এবং ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আল আমীনসহ এজাহারনামীয় ১১ জন ও অজ্ঞাতনামা পরিচয়ের ১৪০ জনকে আসামি করে মামলা করেন।

মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। ছয় শিক্ষার্থী জখমের ঘটনায় বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’