যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মাইকেল’। এই ঘূর্ণিঝড়ের আঘাতে প্রচন্ড বৃষ্টি, ভূমিধস এবং বন্যা দেখা দিতে পারে। ঘূর্ণিঝড়টি আজ বুধবার যেকোনো সময় আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদরা এ বিষয়ে সতর্ক করেছেন।

জানা গেছে, ১০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, ফ্লোরিডার উপকূলীয় এলাকা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে। এ কারণে রাজ্যের ২০টি কাউন্টির উপকূলীয় এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। গতকাল পর্যন্ত ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।