পটুয়াখালীতে মেয়েকে উক্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে হত্যা মামলার প্রধান আসামী হিরন গাজীকে নারায়নগঞ্জের ফতুল্লা থেকে আটক করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পটুয়াখালী র‌্যাব ক্যাম্পে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক প্রেসব্রিফিং করে এ তথ্য জানানো হয়েছে।

পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর মো.মাসুদ রানা বরিশালটাইমসকে জানান, বরগুনা উপজেলার আমতলী উপজেলার গাজীপুরা গ্রামের নিহত আলী হোসেনের মেয়ে সুমাইয়াকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উক্ত্যক্ত করতো হিরন গাজী। গত ৬ সেপ্টেম্বর আবারো উক্ত্যক্তের ঘটনা ঘটলে সুমাইয়ার বাবা আলী হোসেন হিরন গাজীকে এর কারন জানতে চায়। এ ঘটনার জেরে গত ২৭ সেপ্টেম্বর হিরন গাজী পরিকল্পিতভাবে মোটর সাইকেল চাপা দিয়ে আলী হোসেনকে হত্যা করে। পরের দিন নিহত আলী হোসেনের স্ত্রী আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান- চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামীকে আটকের বিষয়ে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সে ফতুল্লা এলাকায় অবস্থান করছে। গতকাল সোমবার দুপুরে তাঁকে ফকির গার্মেন্সের এক নম্বর গেট থেকে আটক করে র‌্যাব।’