ভোলার চরফ্যাশনের চরলক্ষী থেকে রোববার সকালে  গুলিবিদ্ধ হরিণের শাবক উদ্ধার করেছেন বন বিভাগ।  বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিনের নির্দেশমতে উদ্ধার হওয়া শাবকটির প্রাথমিক চিকিৎসা শেষে চর ইসলামের চরের বাগানে  স্থানীয় লোকজনের উপস্থিতে অবমুক্ত করেছেন চরমানিকা বিট কর্মকর্তা মো. খলিলুর রহমান।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ৩ বছর বয়সী ৩ ফুট উচু হরিণটি চোরাই শিকারীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে চরকুকরী মুকরীর বাগান থেকে নদী সাতরিয়ে লোকালয়ে চলে আসলে জেলেদের হাতে আটক হয়।
বিট কর্মকর্তা খলিলুর রহমান ঘটনার সততা নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, চরফ্যাশন বন বিভাগের বিভিন্ন বনে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার হরিণ রয়েছে । প্রায়ই এসকল হরিণ চোরা শিকারের হাতে প্রাণ হারায় একাধিক বলে প্রমান রয়েছে।