বরিশাল নগরী থেকে মরফিনসহ আসাদ মির্জা (২৬) নামে এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে তাকে শহরের বান্দরোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পরে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে দাবি করে ‘বাংলার বার্তা’ নামক একটি অখ্যাত পত্রিকার আইডি কার্ড প্রদর্শন করছেন।

কিন্তু নিশ্চিত হয়েছে- সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবাত মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন আসাদ মির্জা। তাছাড়া তার বিরুদ্ধে ওষুধ চুরিসহ নানা অভিযোগ রয়েছে।

বরিশাল নগরীর রূপাতলী শেরে বাংলা সড়কের ইউসুফ আলী’র ছেলে আসাদ মির্জা এর আগেও একাধিকবার ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস নিষিদ্ধ মরফিনসহ আসাদকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।’