‘আধারবৃন্তে আগুন জ্বালো আমরা যুদ্ধ, আমরা আলো’ এ স্লোগানকে তুলে ধরে বরিশাল উদীচী সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (৯ নভেম্বর) পালন করেছে সুবর্ণজয়ন্তী উৎসব। নগরীর অশ্নিনী কুমার হলে এ উৎসবের আয়োজন করা হয়।

আজ শুক্রবার সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সংগঠনের বরিশাল শাখার সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। নির্ধারিত উদ্বোধক একুশে পদকপ্রাপ্ত সংস্কৃতিজন নিখিল সেন অসুস্থতার জন্য অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি মফিজ সরদার, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুন্সী, সাধারণ সম্পাদক স্নেহাংশ কুমার বিশ্বাস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, শিশু সংগঠক জীবন কৃঞ্চ দে, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, কবি নাজমুল হোসেন আকাশ, সংস্কৃতিজন পাপিয়া জেসমিনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

সন্ধ্যায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাট্য শিল্পী জ্যোতি প্রকাশ রায় হিটলার ও যাত্রাশিল্পী আলেয়া বেগম আলোকে গুণীজন সংবর্ধিত করা হয়। এ পর্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।