পূর্ব ফ্রান্সে ১২ হাজার বছর আগের একটি গুহাচিত্র আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। শত শত বছর ধরে এসব গুহাচিত্র গ্রাফিতির নিচে অনাবিষ্কৃত ছিল।

এক বিবৃতিতে গবেষকরা জানিয়েছেন, গ্রাফিতি সম্ভবত ১৬ থেকে ১৯ শতকের।

‘প্যালিওলিথিক রক অ্যান্ড কেইভ আর্ট ইন সেন্ট্রাল ইউরোপ?’ শিরোনামের গ্রন্থে গবেষণার এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রাগৈতিহাসিক কালের এই গুহাচিত্রে দেখা যায় ঘোড়া এবং একটি হরিণকে। এসব ছবি বরফ যুগের শেষ দিকের বলে মনে করা হচ্ছে। সর্বশেষ এই বরফ যুগ শুরু হয়েছিল ২.৬ মিলিয়ন বছর আগে এবং শেষ হয়েছিল প্রায় ১১ হাজার ৭০০ বছর আগে।

লাইভ সায়েন্স’র মতে, চিত্রকর্ম ঢেকে দেওয়া হয়েছিল যে গ্রাফিতি দিয়ে তার শিল্পী ও সাল উল্লেখ করা হয়েছে শরীরী কাঠামোর ছবি দিয়ে।

গবেষকরা বলেন, যদিও ফ্রান্সের দক্ষিণের বার্গান্ডি অঞ্চলে ২০ বছরেরও বেশি সময় ধরে অনুসন্ধান চালানো হয়। এই গুহাচিত্র মানুষ এবং নিয়ানদারথেলে বসবাসকারী তার পূর্বপুরুষদের মধ্যে সম্পর্ক উদঘাটনে নতুন তথ্য দিতে পারে।

গবেষক ফ্লস বলেন, প্রথম আধুনিক মানুষ নদীকেন্দ্রিক জীবনযাপন করতো। তারা পুরো মহাদেশজুড়ে ছড়িয়ে পড়েছিল। দানিয়ুব এবং রনে হয়ে দক্ষিণ দিক থেকে এই অঞ্চলে এসেছিল তারা।

ফ্লস আরো বলেন, ‘আমাদের গবেষণা বলছে, এই অঞ্চলে নিয়ানডারথেল মানুষের সঙ্গে প্রথম আধুনিক মানুষের সাক্ষাত হয়েছিল।’