নতুন নিয়মে কোনো এজেন্সি সৌদি আরবে ৫০০ জনের বেশি ওমরাহযাত্রী পাঠাতে পারবে না। গতকাল রবিবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ওমরাহ পালন শেষে সবার ফেরত আসার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

প্রতি ওমরাহ এজেন্সি সর্বোচ্চ ৫০০ জন মুসল্লিকে পাঠাতে পারবে। তবে মুসল্লির সংখ্যা বেশি হলে প্রয়োজনে সংখ্যা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করবে সরকার।

এছাড়া বলা হয়েছে, ওমরাহ পালনকারী কোনো ব্যক্তি মারা গেলে বা অসুস্থ থাকারে কারণে যথাসময়ে দেশে ফিরতে না পারলে তা কাউন্সেলরকে (হজ) জানাতে হবে।

প্রতি বছর হিজরি শাওয়াাল মাসের ১৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে ওমরাহ পালনকারীরা যথাসময়ে দেশে ফিরেছেন মর্মে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর প্রতিবেদন দাখিল করতে হবে।