গোপনীয়তা লঙ্ঘন করে ফেসবুক কখনো কারো তথ্য বিক্রি করেনি। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এ কথা বলেছেন। ফেসবুক নিয়ে সাম্প্রতিক বিতর্কের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

বুধবার ব্রিটিশ পার্লামেন্টারি কমিটি অভিযোগ করেছে, গোপনীয়তার কঠোর আইন সত্ত্বেও ফেসবুক তাদের ব্যবহারকারীদের ডাটায় অন্যদের প্রবেশাধিকার দিচ্ছে। গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোতে ফেসবুকের মাধ্যমে প্রভাবসৃষ্টির ঘটনা তদন্ত করতে গিয়ে মাধ্যমটির বহু অভ্যন্তরীন ইমেইল পাওয়া গেছে। এই মেইলগুলো দিয়েই তারা বিভিন্ন অ্যাপসকে ব্যক্তিগত ডাটায় প্রবেশের অফার দিয়েছে।

এর জবাবে জাকারবার্গ বলেছেন, কেউ যেন ফেসবুকের মেইলগুলো ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে সেজন্য আমি মেইলগুলো লিখতাম। আমরা কখনোই কারো ব্যক্তিগত তথ্য বিক্রি করিনি।