ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার কবির আহম্মেদ ওরফে হাত কাটা কবিরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে পালবাড়ির রুবী নীড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কবির স্থানীয় আবদুর বারেক গোমস্তার ছেলে। তাঁর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে- উত্তর কৃষ্ণকাঠি এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন রোববার দুপুরে আল আরাফা ইসলামী ব্যাংক থেকে ২ লাখ ৫৭ হাজার টাকা উত্তোলন করে বাসায় যাচ্ছিলেন। শহরের হরিসভা মোড় এলাকায় আসলে তাঁর ওপর হামলা করে টাকা ছিনিয়ে নেয় কবির, তাঁর ছেলে সিফাত হোসেন ও অজ্ঞাত আরো তিন-চারজন ব্যক্তি।

এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে কবির আহম্মেদ ওরফে হাতকাটা কবিরকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামি পলাতক রয়েছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বরিশালটাইমসকে বলেন- আসামি কবিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’