লিভারপুলে অভিষেক মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন মোহামেদ সালাহ। ২০১৭-১৮ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৪৪ গোল। চলতি মৌসুমেও সাফল্যধারা বজায় রাখতে চান তিনি। একই পারফরম্যান্সের অনুবাদ করতে চান মিসরীয় কিং।

২০১৮-১৯ মৌসুম এখন মাঝপথে। ইতোমধ্যে করে ফেলেছেন ২৪ গোল। যেভাবে দৌড়াচ্ছেন তাতে অনুমিতভাবেই গত মৌসুমের চেয়ে নিজেকে ছাড়িয়ে যাবেন তিনি।

সদ্যই আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সালাহ। এ নিয়ে টানা দুবার সেই খেতাব জিতলেন তিনি। লিভারপুলের এ ফরোয়ার্ড বলেন, এ মৌসুমে আরো সাফল্য পেতে আমি ক্ষুধার্ত। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের পাওয়া তকমাটা আরো প্রতিষ্ঠিত করতে চাই। সেরা পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে আমি ভীষণ উদগ্রীব ও দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, নিশ্চয়ই গেল মৌসুমটা ছিল অসাধারণ। এজন্য আমি গর্বিত। এবার তা ছাড়িয়ে যেতে চাই। এজন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি।

এখন পর্যন্ত বলতে হয়, ফর্মের মগডালে আছেন সালাহ। তাতে উড়ছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে চূড়ায় আছে অলরেডরা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতেও উঠেছে তারা।