রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ ভরি স্বর্ণসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী নামক স্থানে মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদরের শান্তির মোড়ের ওসমান গনি (৩৫), পার্শ্ববর্তী হারুপুর মহল্লার ইসারুল ইসলাম (৩৫) এবং শিবগঞ্জ উপজেলার রশিদনগর গ্রামের ডালিম (২৫)।

ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের মহিশালবাড়ীতে ভোর ৫টার দিকে তল্লাশি শুরু করে।

এ সময় একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি চালালে সিটের নিচে অভিনব কায়দায় রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারে ১০ ভরি করে স্বর্ণ আছে বলে গ্রেফতারকৃতরা জানান।

ওসি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ওসমান কাতার প্রবাসী। তিনি মাঝেমধ্যেই চোরাই পথে দেশে সোনা নিয়ে আসেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করার পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।