একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা সভা করেছে বেলজিয়াম আওয়ামী লীগ। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে দেশটির ওলিতে-গলিতে প্রচারণা, সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, স্বাধীনতার পর ১৯৭১-৭২ অর্থবছরে বাংলাদেশের বাজেটের পরিমাণ ছিল মাত্র ১৭৫ কোটি টাকা। সেখান থেকে চলতি অর্থবছরের বাজেটের আকার দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০৪ কোটি টাকা। এ অর্জন আমাদের জাতিকে অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে।

বক্তারা আরও বলেন, মাথাপিছু জাতীয় আয়ের পরিমাণ ২০০৫-০৬ অর্থবছরের ৫৪৩ মার্কিন ডলার থেকে প্রায় আড়াইগুণ বেড়ে বর্তমানে ১ হাজার ৪৬৫ ডলারে দাঁড়িয়েছে। ২০০৬ এর ৩৮ দশমিক ৪ শতাংশ দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ২ শতাংশ। এছাড়া মোট রফতানির পরিমাণ ২০০৫-০৬ অর্থবছর থেকে সোয়া তিনগুণ বেড়ে বর্তমানে ৩৪ দশমিক ২ ডলারে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠানে সভাপত্বিত করেন লতিফ সহিদুল হক। এ ছাড়া সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরি রতন।

বক্তব্য দেন- সহ-সভাপতি বাবু বিধান দেব, সহ-সভাপতি হুমায়ন মাসুদ হিমু, সহ-সভাপতি বাবু নিরঞ্জন রায়, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, ড. ফারুক মির্জ, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, দফতর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, আরিফ উদ্দীন সাধারণ সম্পাদক বেলজিয়াম যুবলীগ, ড. মিথুন রায়, এবাদত হোসেন রতন।

বক্তারা বলেন, প্রার্থী যেই হোক, ভোট নৌকায়’, স্লোগানকে সামনে রেখে প্রবাসে বসবাসরত বাংলাদেশি ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। সেই সঙ্গে নেতা-কর্মীরা বিভিন্ন পোস্টার এবং প্রচারণাপত্র বিলি করেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের গুরুত্ব তুলে ধরে প্রবাসে অবস্থানরত ভোটারদের দেশে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে এবং দেশে অবস্থানরত তাদের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবদের ভোট নৌকায় দিয়ে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে অনুরোধ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন- জসিম উদ্দীন শাহিন, শেখ সেলিম, নাজনীন খানুম, তাহসিন, খান জাহের প্রমুখ।