ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া দাখিল পরীক্ষার্থী ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে বখাটের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কৃষি ও শারীরিক বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় আসার পথে অপহরণের ঘটনা ঘটে।

চাচড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন বরিশালটাইমসকে জানান, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থীরা কৃষি ও শারীরিক বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় আসছিল। এ সময় শম্ভুপুর ইউনিয়নের ফরিদ পাটওয়ারীর ছেলে রাহাদ পাটওয়ারী ১০ থেকে ১২ জন মিলে পরীক্ষার্থী ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ বরিশালটাইমসকে জানান, অপহরণকারী ও মাইক্রোবাসের ড্রাইভার-মালিককে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলছে।’’