নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:: পিরোজপুরের কাউখালীতে খসরু হত্যা মামলায় লিমন (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান এ আদেশ দেন।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন কাউখালী উপজেলার কচুয়াকাঠি গ্রামের রুহুল শেখের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে- ২০০৭ সালের ২৯ ডিসেম্বর দুপুরে সদর ইউনিয়নের কচুয়াকাঠি এলাকায় লিমনদের বাড়ির উঠানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিবেশী মো. খসরু হাওলাদারের (৩৮) কথা কাটাকাটি হয়। এ ঘটনায় লিমন ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকেলে খসরুর ঘরে ঢুকে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা খসরুকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিন নিহত খসরুর ছোট ভাই রিপন হোসেন হাওলাদার বাদী হয়ে লিমনকে আসামি করে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।’