নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি টিম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই ব্যক্তি জেএবির সক্রিয় সদস্য বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

রোববার বেলা ১০টার দিকে বরিশাল র‌্যাব সদর দপ্তর থেকে প্রেরণ একটি ইমেল বার্তায় এই তথ্য সংবাদকর্মীদের অবহিত করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে আবুল কালাম আজাদকে মঠবাড়িয়া উপজেলার বাবুরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি বরগুনা জেলা শহরের বড় গৌরীচন্না গ্রামের আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে।

র‌্যাব জানিয়েছে- এই আবুল কালাম আজাদ ২০১২ সালে জসিম উদ্দিন রহমানির হাত ধরে জঙ্গীবাদে যোগ দেন। পরবর্তীতে ২০১৩ সালে একাটি গোপন বৈঠক চলাকালে তার নেতা জসিম উদ্দিন রহমানিসহ তিনি পুলিশের কাছে আটক হন। কিন্তু মামলাটিতে জামিনে মুক্তি নিয়ে তিনি ফের জঙ্গিবাদের জড়িয়ে পড়েন।

এমনকি তিনি আতিকুর রহমান বাবু ও আল আমিসহ আরও অনেককে জঙ্গিবাদের উৎসাহিত করেছেন।

এই শিষ্যদের গ্রেপ্তারের পরে তিনি গাঢাকা দিয়েছিলেন।’