নিজস্ব প্রতিবেদক:: ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি। ৩০১ সদস্যবিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন আল-নাহিয়ান খান জয়।

সোমবার (১৩ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির স্বাক্ষরিত ওই তালিকায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আল-নাহিয়ান খান জয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় পরিচিত হয়েছেন । ছাত্রলীগের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি জয় পূর্বের কমিটিতে সফলতার সাথে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বরিশাল জেলার বৃহত্তর আওয়ামী পরিবারের সকলের কাছে তিনি এখন বরিশালের চাঁদমুখ হিসেবে পরিচিত।

বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত প্রাণ আল-নাহিয়ান খান জয় জন্ম বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়।