পটুয়াখালীতে পরিচ্ছন্নতা কর্মী ও হিজড়া জনগোষ্ঠীর মাঝে কোরবানির মাংস ও রান্না সামগ্রী বিতরণ করেছেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। ঈদের দিন সোমবার কলের পুকুরপাড় কিন্ডার গার্টেন স্কুলে এসব সামগ্রী বিতরণ করেন পৌর কর্মকর্তা মুক্তি পদ নন্দী।

জানা গেছে, ১৭০ জন পরিচ্ছন্নতা কর্মী ও ১৭ জন হিজড়ার মধ্যে ২ কেজি করে মাংস, ১ কেজি পোলার চাল, ১ লিটার তৈল, গরম মসলা, আদা, রসুন, পেয়াজ ও হলুদ মরিচের গুঁড়া বিতরণ করা হয়।

হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা জানান, আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষ। সমাজের কেউ আমাদের স্বাভাবিক চোখে দেখে না। আমরাও তো মানুষ। আমাদেরও সবার মতো বাঁচার ও জীবন-যাপন করার অধিকার আছে। আজ মেয়র মহোদয় আমাদের ডেকে এনে মাংস ও অন্যান্য পণ্য সামগ্রী দিলেন। তারা আরও বলেন, মেয়র আমাদের কথা যে ভেবেছেন এতে অনেক অনেক খুশি।

Patuakhaliতারা আরও বলেন, মেয়র সাহেব আমাদের ঘরও বানিয়ে দেবেন। আমরাও সুন্দরভাবে বাঁচতে চাই।’