ফটোকপি মেশিন সম্পর্কে আমরা সবাই পরিচিত। শুধুমাত্র ব্যাবসায়িদের জন্য নয়, আমাদের সকলের প্রতিদিনের ব্যাবহার করা জিনিসগুলোর একটি এই ফটোকপি মেশিন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় বড় অফিস ও ব্যাংক গুলোতেও প্রচুর পরিমান ব্যাবহার হয় এই ফটোকপিয়ার। খুব দ্রুত এবং অল্প সময়ে যে কোন কিছু অনেকগুলো কপি করার জন্য কপি মেশিনের কোন বিকল্প নেই। বাংলাদেশের বাজারে অনেকগুলো ব্রান্ড এবং মডেলের কপিয়ার পাওয়া যায় তার মধ্যে তোশিবা ফটোস্ট্যাট মেশিন অন্যতম। তোশিবার অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে ই-স্টডিও ২৩০৯এ। একনজরে দেখে নেয়া যাক কি কি আছে এই ফটোকপিয়ারটিতে।

কপিয়ার টাইপঃ মনোক্রোম কপিয়ার

ব্ল্যাক কপিয়ার স্পীড: ২৩ পিপিএম

ওয়ার্ম আপ টাইমঃ ১৮ সেকেন্ড

প্রথম কপিআউট টাইমঃ ৭ সেকেন্ড

কার্টিজ ধারণক্ষমতা: ১৬,৬০০ পেজ

পেপার ফিডার: ২৫০ শীট

কাগজের আকার : এ৫-আর থেকে এ৩

কানেক্টিভিটি : ওয়ারলেস লেন, ইথারনেট ও ইউএসবি

মোট ওজন : ২৭ কেজি

ডাইমেনশন (ডাব্লু × ডি × এইচ) : ২২.৬” × ২১.২” × ১৬”

জুমঃ ২৫% থেকে ৪০০%

আকর্ষণীয় ফিচারের এই ফটোকপি মেশিন টি বাংলাদেশে সকল মার্কেটে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইন শপগুলো থেকেও কেনা যাচ্ছে এই কপিয়ারটি। এই ফটোকপি মেশিনটির দাম ৬০ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে।

তথ্যসুত্রঃ তোশিবাটেক, বিডিস্টল