বার্তা পরিবেশক, অনলাইন:: মায়ের বিয়ে দিতে চাচ্ছেন মেয়ে। তাই পাত্র খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। শর্ত, তার হবু বাবাকে ৫০ বছর বয়সী কিন্তু হ্যান্ডসাম হতে হবে।

ঘটনাটি ভারতের। টুইটারে মায়ের বর খুঁজতে বিজ্ঞাপনটি দেন আস্থা ভারমা নামে এক তরুণী।

গতকাল বৃহস্পতিবার আস্থা তার মায়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমার মায়ের জন্য ৫০ বছর বয়সী হ্যান্ডসাম পুরুষ খুঁজছি! পাত্রকে অবশ্যই ভেজিটেরিয়ান হতে হবে, কখনো মদ্যপান করা যাবে না এবং সুপ্রতিষ্ঠিত হতে হবে।’

টুইটের পর পরই আস্থার বিজ্ঞাপনটি ভাইরাল হয়। অসংখ্য কমেন্ট পড়েছে সেই পোস্টে। মা-মেয়েকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

অনেকে আবার প্রশ্ন করেছে- পাত্র খুঁজতে তারা কোনো ঘটক বা বিবাহ-এজেন্সির কাছে যাননি কেন? আস্থা উত্তরে বলেছেন, গিয়েছিলাম। এমনকি টিন্ডারও ব্যবহার করা হয়েছে। কিন্তু আশানুরূপ ফল মেলেনি। তাই, বাধ্য হয়েই টুইটারের শরণাপন্ন হতে হয়েছে।