বার্তা পরিবেশক, পটুয়াখালী::: পটুয়াখালীতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে। উপড়ে পড়েছে বেশকিছু গাছপালা ও কাচা ঘরবাড়ি। এদিকে, গত দু’দিন ধরে বিদ্যুতের গ্রিড ফেল করায় বিদ্যুৎবিহীন রয়েছে পটুয়াখালী। মোবাইল নেটওয়ার্ক আর খাবার পানি সংকটে রয়েছে পৌরবাসী। তবে সোমবার দুপুর ১টার দিকে বিদ্যুৎ সচল হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে।

পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ উপড়ে পড়ে ঘর চাপায় হামেদ ফকির নামে একজন বৃদ্ধ মারা গেছেন ও দুমকিতে ২ জন আহত হয়েছে।
জেলার ৮টি উপজেলায় ৩৯৮টি কাঁচা-পাকা ঘরবাড়ি সম্পূর্ণ ও ২ হাজার ৪১২টি আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ২৮ হাজার ৫০৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে ২ লাখ ১ হাজার তিনশ গাছপালা। ২০টি গবাদি পশু ও ১ হাজার ৪২৮টি হাসমুরগী মারা গেছে।