বার্তা পরিবেশক, অনলাইন ::নতুন সড়ক পরিবহন আইন নিয়ে আজ থেকে মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এজন্য মোট আটটি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে আজ। আদালতের অভিযানে বেশ কয়েকটি যানবাহনকে জরিমানা করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো কারাদণ্ডের খবর পাওয়া যায়নি।

আজ সোমবার বেলা ১১টা থেকে রাজধানীর ৬টি স্থানে মোট আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়। রাজধানীর উত্তরা, বনানী, মতিঝিল, মিরপুর, যাত্রাবাড়ী ও মানিক মিয়া এভিনিউ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।