বার্তা পরিবেশক, পিরোজপুর:: লবণ মজুদের দায়ে পিরোজপুরের স্বরূপকাঠিতে মো. তপু (২০) নামের একজনের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার এসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বুধবার গভীর রাতে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠি এলাকার অভিযান চালায়। এ সময় ওই এলাকার মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে তপু পূর্ব জামবাড়ি খালে নৌকাযোগে মজুদের উদ্দেশ্যে লবণ নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে।

আজ বুধবার (২০ নভেম্বর) সকালে তপুকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় তপুকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ ২০০ কেজির বেশি লবণ থানা হেফাজতে রাখা হয়েছে।