বার্তা প্রতিবেদক, ঝালকাঠি:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি

চত্তরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

বুধবার দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এসময় জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মনুসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করত না। বাংলার মনুষকে সারা জীবন পরাধিন হয়ে থাকতে হত। বঙ্গবন্ধুই তাদেরকে পরাধিনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি নির্মাণ করা হয়।