বার্তা প্রতিবেদক, পটুয়াখালী:: পটুয়াখালীর গলাচিপায় এবিএম এবাদুল্লাহ কে বদলী জনিত বিদায় উপলক্ষ্যে বৃহস্পতি বার বেলা ২টার দিকে গলাচিপা উপজেলার চিকনিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। শ্রেষ্ঠ শিক্ষিকা স্মিথ জেরিন সাগর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল হোসেন।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম এবাদুল্লাহ মিয়া। এ সময় চিকনিকান্দি ইউনিয়নের ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিষেশ অতিথি তার বক্তব্যে বলেন, বিদায়ের বেলায় বিরহো ব্যথায় আখি ওঠে ছলছলি, যাবার বেলায় যে অপরে কাঁদায় তারেই মানুষ বলি। প্রধান অতিথি বলেন, “ক্ষমাকর, ধৈর্য্যধর, হইক সুন্দরতর বিদায়ের ক্ষন, মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয় শুধু সামপন”।

শ্রেষ্ঠ শিক্ষিকা স্মিথ রেজিন সাগর বলেন, “এ অন্তন্ত চরাচরে স্বর্গ-মর্ত্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন হেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয় তবু চলে যায়”। পরে এবাদুল্লাহ কে সম্মাননা পদক প্রদান করা হয়।