পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামে ঘূর্ণিঝড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ ও কয়েকটি কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঘূর্ণিঝড়টি শুরু হয়ে ১৫ থেকে ২০ মিনিট স্থায়ী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঘূর্ণিঝড়ে ছোট শৌলা গ্রামের ভগিরথপুর বাজার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ বিধ্বস্ত হয়। এ সময় ওই গ্রামের ১০ থেকে ১৫টি কাঁচা ঘর এবং চার থেকে পাঁচটি কলা বাগান ক্ষতিগ্রস্ত হয়।

কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবির বলেন, ঝড়ে কলেজের কাঠের তৈরি ১৭০ ফুট দৈর্ঘের ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া কলেজের নয়টি কম্পিউটার ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফাইজুল ইসলাম সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।